মে দিবসের শুভেচ্ছা, কবিতা ও স্লোগান

প্রতিবছর পহেলা মে মে দিবস উদযাপিত হয়ে থাকে। এটি একটি আন্তর্জাতিক আন্দোলন থেকে দিবসটি উদযাপন করা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে সংগঠিত ভাবে মিছিল শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকেন। আমরা আজকে আমাদের এই আর্টিকেলটিতে সেই মে দিবসের শুভেচ্ছা কবিতা ও স্লোগান উল্লেখ করেছি। আপনারা যারা মে দিবসের শুভেচ্ছা কবিতা ও স্লোগান অনলাইন অনুসন্ধান করেছেন তারা আমাদের আর্টিকেলটি থেকে সংগ্রহ করুন।
1886 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। তারা সেদিন আট ঘন্টার কাজের দাবিতে হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা ফুলিয়ে ভর্তি হবে ১০-১২ জন পুলিশ নিহত হয়। এরপর থেকেই এই দিনটিতে শ্রমিক দিবস বা মে দিবস পালন করা হয়ে থাকে।
মে দিবসের শুভেচ্ছা
অনেকেই রয়েছেন যারা মে দিবসের শুভেচ্ছা পাওয়ার জন্য অনলাইনে অনুসন্ধান করে যান। আমরা আজকে আমাদের এ আতিকেরটিতে সেইসব মানুষদের জন্য মে দিবসের শুভেচ্ছা ও উল্লেখ করেছে। আপনারা যারা মে দিবসের শুভেচ্ছা বার্তা পাওয়ার জন্য অনলাইনে অনুসন্ধান করছেন তারা আমাদেরই আর্টিকেলটি থেকে সংগ্রহ করুন।
১| একটা প্যারেড করা যাক। সেলিব্রেট করা যাক। মহান মে দিবসের শুভেচ্ছা।
২| কঠিন পরিশ্রমকে শ্রদ্ধা জানানোর জন্যই মে দিবস পালন করা হয়। আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা।
৩| কঠিন পরিশ্রমের ফল একদিন পাবেই। সৌভাগ্য, আশীর্বাদ হয়ে আসবে এই কঠিন পরিশ্রম। মহান মে দিবসে এই শুভেচ্ছা রইল (May Day Wishes In Bengali)।
৪| যেভাবে পরিবার বা বন্ধুদের সাহচর্য উপভোগ কর, সেভাবেই নিজের কাজটাই উপভোগ করতে হবে। মে দিবসের শুভেচ্ছা রইল।
মে দিবসের কবিতা
অনেক কবি অনেক ভাবেই মে দিবসের কবিতা লিখে গেছেন। সেই সব কবিতা থেকে আমরা কিছু সুন্দর সুন্দর কবিতা উল্লেখ করেছি। আপনারা আমাদের এই আর্টিকেলটি থেকে মে দিবসের কিছু সুন্দর সুন্দর কবিতা সংগ্রহ করতে পারবেন। নিচে মে দিবসের কয়েকটি কবিতা উল্লেখ করা হলো।
১| মে দিবসের প্রশ্ন – হাসনাত আমজাদ
মে মানে কি শ্রমিক দিবস?
হাসবে শ্রমিক শ্রেণী?
ধার্য হবে শ্রম অনুযায়ী
ডলার, টাকা, পেনি?
কেউ কি দ্যাখে মে দিবসে
শ্রমিক, মজুর খায় কি?
মে মাসে ওই শ্রমিকেরা
ন্যায্য ভাতা পায় কি?
শ্লোগান শুনি, বক্তৃতা হয়
শ্রমিক দিবস আসে
দিন চলে যায়, কেউ থাকে না
শ্রমিক ভাইয়ের পাশে।
২| রাজধানী এক্সপ্রেস – ভাস্কর চৌধুরী
বেশ ভালো চলছে আমাদের
এই গণতন্ত্রায়ন
ইটফাটা দুপুরে রৌদ্রের ঘ্রাণ
মিনিম্যাক্সি রাস্তায়
বালকেরা ফটাফট ডাক দ্যায়
পাছার প্যান্টের শ্রী আর উপরে
দেশের ক্রিকেটের গেঞ্জি
ডাকে মিরপুর মিরপুর প্যাসেঞ্জার
তাদেরও ঘামের গন্ধ
ইটফাটা রোদে ভিজে চমৎকার
ফুটপাতমুক্ত স্বদেশে চার লক্ষ
বিক্রেতা বেকার (May Day Poems In Bengali)
কালকের জোকারের হাতে আজ
সাফসুতরো ঢাকা
বাহ, বেশ
ইটফাটা রোদের পর বিকেলে
গরীবের হাট ফুটপাত ফাঁকা।
মে দিবসের স্লোগান
আপনি কি মে দিবসে স্লোগান পেতে অনলাইনে সন্ধান করে যাচ্ছেন? তাহলে হ্যাঁ আপনি এই মুহূর্তে সঠিক জায়গাতে অবস্থান করছেন। আমরা আজকে আমাদের আর্টিকেলটিতে মে দিবসের স্লোগান উল্লেখ করেছি। আপনারা চাইলে আমাদের এই আর্টিকেলটি থেকে মে দিবসের স্লোগানগুলো সংগ্রহ করতে পারবেন। নিচে মে দিবসের স্লোগান উল্লেখ করা হলো।
১| এনজয় দ্য ডে, ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ মে।
২| মে জয় কাম ইউর ওয়ে, দিস ফার্স্ট ডে অফ মে।
৩| আ ভিকট্রি ফর ওয়ান ইজ আ ভিকট্রি ফর অল (May Day Slogans In Bengali)
৪| সুইট এপ্রিল শাওয়ারস, ডু ব্রিঙ্গ মে ফ্লাওয়ার্স।
৫| অন দ্য ফার্স্ট ডে অফ মে, ডোন্ট লেট জাস্টিস ডিলে।