কবিতাস্ট্যাটাস

মা দিবসের কবিতা, স্ট্যাটাস, ক্যাপশন ও উক্তি

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভাল আছেন আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি আমরা আজকে আলোচনা করতে চলেছি মা দিবসের কবিতা স্ট্যাটাস ক্যাপশন ও উক্তি সম্পর্কে। আপনারা যারা মা দিবসের কবিতা স্ট্যাটাস ক্যাপশনও মুক্তি অনলাইনে অনুসরণ করে যাচ্ছেন তাদেরকে আমাদের এ আর্টিকেলটিতে স্বাগতম। আমরা আজকে আমাদের আর্টিকেলটিতে মা দিবসের কবিতা স্ট্যাটাস ক্যাপশনে উক্তিগুলো এমন করে সাজিয়েছি যাতে করে আপনারা খুব সহজে আমাদের এই আর্টিকেলটি থেকে মাঝে বর্ষের কবিতা স্ট্যাটাস ক্যাপশন উক্তিগুলো সংগ্রহ করতে পারে।

মা কথাটি মধুর সুরে মানুষ পৃথিবীতে আসে। তাই মায়ের কোন তুলনা হয় না। আমরা আজকে আমাদের এ আর্টিকেলটিতে সেই মাকে নিয়ে কবিতা স্ট্যাটাস ও উক্তি উল্লেখ করেছি। আপনারা যারা মা দিবসের কবিতা স্ট্যাটাস ক্যাপশনও উক্তি সংগ্রহ করতে চান তারা আমাদের এই আর্টিকেলটি থেকে মা দিবসের কবিতা স্ট্যাটাস উক্তিগুলো সংগ্রহ করে আপনাদের ফেসবুক আইডি কিংবা সোশ্যাল মিডিয়া আপলোড করতে পারেন।

মা দিবসের কবিতা

মাকে নিয়ে বিভিন্ন কবি বিভিন্ন ধরনের কবিতা উল্লেখ করে গেছেন ।আর আমরা আজকে সেই সব কবিদের লেখা কিছু কবিতা থেকে সুন্দর সুন্দর কথা কিছু কবিতা আমাদের আর্টিকেলটিতে উল্লেখ করেছি ।আপনারা যারা মা দিবসের কবিতা অনলাইন অনুসন্ধান করেছেন তারা আমাদের আর্টিকেলটি থেকে মা দিবসের কবিতা গুলো সংগ্রহ করতে পারেন। নিচে মা দিবসের কিছু কবিতা উল্লেখ করা হলো।

১. মা

মা, তুমি সকাল বেলার স্নিগ্ধ রোদ্দুর,
তোমার হাসিতে জেগে ওঠে ঘরের গন্ধ,
তুমি ছাড়া শূন্য লাগে এই জীবন-ভূবন,
তোমার নামেই শুরু হয় আমার বন্ধন।

তুমি আছো বলেই সাহস পাই বাঁচার,
তোমার ছায়ায় শান্তি খুঁজি প্রতিবার,
তোমার দোয়া মাথায় রেখেই চলি পথ,
মা, তুমি আমার জীবনের সবচেয়ে বড় সত্য।


২. মায়ের আঁচল

মায়ের আঁচল, যতটুকু জোছনা রাতে,
শান্তি মেলে তাতে, ক্লান্ত মনে হাওয়া বয়ে যায়,
যেখানে কষ্ট, সেখানে মায়ের নাম–
সব অসহায়তা যেন মিলায় একটুখানি তাপে।

এই আঁচলে বাঁধা আমার প্রথম কান্না,
প্রথম হাঁটা, প্রথম স্বপ্নের জানা,
এই আঁচলে থাকে দোয়া আর আশীর্বাদ,
মায়ের আঁচল ছাড়া নেই জীবনের জাত।


৩. মা আছেন

যখন জীবন থেমে যায় ক্লান্তির চাপে,
মা থাকেন, নীরব, তবু ভরসার স্নানে,
তাঁর স্পর্শ ছুঁয়ে যায় গোপন বিষণ্নতা,
মায়ের হাসি খুলে দেয় নতুন প্রাতে।

তিনি দূরে থাকলেও অনুভব করি সঙ্গ,
তাঁর প্রার্থনায় মিশে যায় আশার রং,
মা আছেন বলেই আলো আসে ঘরে,
তাঁকে নিয়েই হৃদয় বাঁচে প্রতিক্ষণে।

মা দিবসের স্ট্যাটাস

আপনাদের মধ্যে যারা মা দিবসের স্ট্যাটাজলের খুঁজছেন এবং সেই স্ট্যাটাস গুলো থেকে সুন্দর সুন্দর স্ট্যাটাস বাছাই করে আপনাদের নিজস্ব ফেসবুক আইডি কিংবা সোশ্যাল মিডিয়া আপলোড করতে চান তাদেরকে আমাদের আর্টিকেলটিতে স্বাগতম। কেননা আমরা আজকে আমাদের এ আর্টিকেলটিতে মা দিবসের কিছু স্ট্যাটাস উল্লেখ করেছি যেগুলো আপনাদের সবার খুব ভালো লাগবে। আপনারা আমাদের আর্টিকেলটি নিচে থেকে স্ট্যাটাস গুলো সংগ্রহ করে আপনাদের ফেসবুক আইডি কিংবা সোশ্যাল মিডিয়া আপলোড করুন।

মা, জীবনে যতবার হেরে গেছি, তোমার একটা হাসি আমাকে আবার জিতিয়ে দিয়েছে। আজ বুঝি, তুমি ছাড়া আমি কিছুই না। শুভ মা দিবস, মা।

ছোটবেলায় যখন পড়ে যেতাম, তুমি দৌড়ে এসে জড়িয়ে ধরতে। এখনও যখন মন ভেঙে যায়, তোমার কণ্ঠটা শুনলেই বুকটা হালকা হয়ে যায়। মা, তুমি অমূল্য।

মা, তুমি সবসময় চুপচাপ ছিলে, কিন্তু তোমার ভালোবাসা ছিল সবচেয়ে জোরে। আমি আজ যেখানে আছি, তার পেছনে শুধু তোমার নিঃশব্দ লড়াই।

আজ যখন নিজের ছেলেমেয়েকে বড় করছি, বুঝতে পারছি, মা হওয়া কতটা কঠিন আর কতটা সুন্দর। তুমি যে কীভাবে সব সামলে নিয়েছ, ভাবলেও অবাক হই।

মা, তোমার রান্নার স্বাদ আমি হাজার হোটেল ঘুরেও পাইনি। কিন্তু তার চেয়ে বড় কথা, তোমার হাতের মুঠোয় ছিল শান্তি, ভালোবাসা আর নিরাপত্তা।

মা দিবসের ক্যাপশন

আপনারা যারা মা দিবসে মায়ের সাথে ছবি তুলে সে সব সুন্দর সুন্দর ক্যাপশন এর সাথে এড করে আপনাদের ফেসবুককে কিংবা সোশ্যাল মিডিয়া আপলোড করতে চান তারা আমাদেরই আর্টিকেলটি থেকে মাদে বসিয়ার ক্যাপশনগুলো সংগ্রহ করতে পারেন। এজন্য অবশ্যই আপনাদেরকে আমাদের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত অনুসরণ করতে হবে। নিচে মা দিবসের ক্যাপশন গুলো উল্লেখ করা হলো।

মা গো, তুমি আমার সবকিছু! ছোটবেলায় হাত ধরে হাঁটা শিখিয়েছো, আর আজো যখন বিপদে পড়ি, মনে হয় তোমার আঁচলটা ধরলে সব ঠিক হয়ে যাবে। মা দিবসটা শুধু তোমারই জন্য! ভালোবাসি তোমায়!

সত্যি বলতে মা, তুমি না থাকলে আমার জীবনটা কেমন ফ্যাকাসে লাগতো! তোমার বকুনিতেও যে কত ভালোবাসা মেশানো থাকে, সেটা এখন বুঝি। আজকের দিনটা শুধু তোমার, মা। অনেক ভালোবাসি!
জানো মা, মাঝে মাঝে মনে হয় তুমি যেনো সুপারহিরো! সংসারের সব কাজ একা হাতে সামলাও, আবার আমাদের আবদারও পূরণ করো। তোমাকে দেখলে আমার অবাক লাগে! মা দিবস খুব খুব শুভ হোক!
মা, তোমার হাতের রান্না অমৃতের মতো! আর তোমার ওই মিষ্টি হাসিটা দেখলে মনটা ভরে যায়। তুমি আমার জীবনে না থাকলে কী হতো, ভাবতেই পারি না। মা দিবস অনেক অনেক ভালোবাসার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *