রমজানের আগমন নিয়ে কবিতা
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভাল আছেন আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আল্লাহ বা পবিত্র রমজান মাসে ফরজ করে দিয়েছেন এবং 12 মাসের মধ্যে এক মাস রমজানের রোজা মুসলমানদের ফরজ। আর এই রমজানের কবিতা নিয়ে আমরা আজকে আমাদের এই আর্টিকেলটি সাজিয়েছি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মুসলমানগন এ রোজা সঠিকভাবে পালন করেন এবং রমজান মাসের পবিত্র কুরআন শরীফ নাযিল হয় যেটি আমাদের ধর্মগ্রন্থ।
তাই রমজানের রোজার ফজিলত গুরুত্বপূর্ণ উপলব্ধি করার জন্য অনেক কবি সাহিত্যিক রমজানকে নিয়ে বিভিন্ন ধরনের কবিতা উল্লেখ করে গেছেন। আপনারা যারা এই কবিতাগুলো অনলাইন অনুসন্তান করছেন কিংবা আপনারা সংগ্রহ করতে চান তারা আমাদের এই আর্টিকেলটি থেকে সংগ্রহ করতে পারবেন। আসুন যারা রমজানের আগমনী কবিতা অনুসন্ধান করছেন এবং আবৃত্তি করতে চান তাদের জন্য বেশ কিছু কবিতা এখানে সংযুক্ত করা হলো।
রমজানের আগমন নিয়ে কবিতা
রমজান মাস একটি পবিত্র মাস। এ মাসটিতে প্রত্যেকটি মুসলমান ইবাদাত বন্দগির মধ্যে কাটিয়ে থাকেন। এই মাসে আমাদের পবিত্র কুরআন নাযিল হয়েছিল। তাই রমজানের আগমনের কবিতা গুলো অত্যন্ত মধুর এবং ধর্মপ্রাণ মুসলমানদের জন্য। আমরা তাই আমাদের এই আর্টিকেলটিতে এই কবিতাগুলো উল্লেখ করেছি। আপনারা যারা রমজানের আগমন নিয়ে কবিতা এখন অনলাইনে অনুসন্ধান করে যাচ্ছেন তারা আমাদের এই আর্টিকেলটি নিচে থেকে সংগ্রহ করুন।
রমজানের আগমনে
– মোঃ জাকির হুসাইন
বছর ঘুরে আসছে আবার মাগফিরাতের এই মাস। মানব প্রাণে জাগছে এবার আনন্দ আর উচ্ছ্বাস। ঘরে ঘরে আসবে শান্তি স্বয়ং প্রভুর দান। খোদার প্রেমে হবে মশগুল মোমিন বান্দার প্রাণ। এই মাসেতে উন্নতি হবে ঈমানের ঐ দৃষ্টি। রমজান মাসের রোজা হল মোমিন বান্দার কৃষ্টি। মাসটি হল বর্ষসেরা রহমত দ্বারা পূর্ণ। বান্দার যত পাপরাশি এই মাসে হয় চূর্ণ। জান্নাতের ঐ দরজা গুলো খুলে দিবেন রহমান। মাগফিরাত আর রহমত নিয়ে আসছে মাহে রমজান। দুহাত তুলে করছি আরজ হে রহিম ও রহমান। রহমত দিয়ে ভরিয়ে দিও আসন্ন এই রমজান।
আবার এলো রমজান
– আবু জাফর বিঃ
শান্তির বার্তা নিয়ে এলো পবিত্র মাহে রমযান, শৃঙ্খলিত হলো এবার অবাধ্য জিন ও শয়তান। বন্ধ হলো জাহান্নামের সকল দরোজা এমাসে, খুলে গেল জান্নাতের সব দরোজা অনায়াসে। আল্লাহ মহান করবে দান অগণিত নাজ-নিয়ামত, সজ্জিত হলো সকল বেহেশ্ত সব তাঁর’ই রহমত। মাহে রমযানের রোজা রেখে শক্ত করবে ঈমান, আল্লাহ বলেন আমি নিজেই দেবো এর প্রতিদান। নাজাতের বাণী নিয়ে আগমন মাহে রমজান, সৃষ্টির জন্যে স্রষ্টার এযে এক শ্রেষ্ঠ অবদান। আল্লাহর দরবারে চাই বারেবারে হায়াত করো দান, আবার সবাই যেন ফিরে পাই পবিত্র মাহে রমযান।
কবিতা’
“রমজান এলো”
এস এম আলমগীর হুসাইন
রমজানের আগমনে আলোকিত এই ধরনী
রোজা রাখো,নামাজ পড় অশ্লীলতা হতে বিরত থাকো ওহে বালক- রমণী..
রমজান সে তো বছরে আসে একবার
ভালো কাজের সহিত সারাদিন থাকিতে হবে অনাহার..
রমজান হলো রহমত মাগফিরাত ও নাজাত দ্বারা বিভক্ত
রোজাদারের পুরষ্কার আল্লাহ নিজ হাতে দিবেন ওয়াদায় তিনি আবদ্ধ..
রমজান হলো বরকতময় সকল মাস হতে সেরা
আল্লাহ বলেন রমজানে গুনাহ মুছিয়া লও বাকি আছো যারা..
সারাদিন পিপাসায় কাতর অজস্র কষ্টের হাতচানি
সব ব্যাথা সহ্য করে রোজা রাখেন কত পিতা- জননী..
রমজান হলো আল্লাহ হতে বান্দার শ্রেষ্ট উপহার
এই ফযিলতের মাসে রোজা থাকেনা তার চেয়ে অভাগা আছে কে আর.
রমজানের আগমনে আলোকিত এই ধরনী
রোজাদারের জন্য প্রতিদিন জান্নাত হয় সজ্জিত রাসূলের বাণী..